কুয়ালালামপুর ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া সরকারের বেধে দেওয়া স্বাস্থ্য বিধি মেনে অল্প পরিসরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মালয়েশিয়া আওয়ামী লীগ, ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তৈলওায় করেন বি এম বাবুল হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মুক্তি যোদ্ধা পান্না, সাবেক যুব লীগ নেতা কামাল চৌধুরী, যুবলীগ নেতা জাহিদ মালয়েশিয়া আওয়ামি লীগের যুগ্ম আহ্বায়ক ওয়াদুর রহমা ওয়িদ, যুগ্ম আহ্বায়ক আলহাজ্জ কামাল হোসেন, রাশেদ বাদল, শাহীন, হুমায়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন সহ আরো অনেকে।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন টবলু, যুবলীগ , মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সেলিম, মালয়েশিয়া ছাত্র লীগ নেতা মওদুদ মোল্লা সহ আরো অনেকে। এর আগে মালয়েশিয়া আওয়ামীগের আহবায়ক ওয়াহিদর রহান ওয়াহিদের সভাপত্বিে অনুষ্ঠান পরিচালনা করেন শফিক চৌধুরী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।