বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।

পুলিশ লং টাইগার নামে পরিচিত রোহিঙ্গা বংশোদ্ভূত এক ব্যাক্তিকে খুঁজে মেলাকা পুলিশ।

স্থানীয় সময় সকাল ১১. ০০ (১৫ ডিসেম্বর) টায় এক রোহিঙ্গা বংশোদ্ভূত চাঁদাবাজির মামলায় অভিযুক্ত করে আদালত কোর্ট কমপ্লেক্সর অপেক্ষা করার সময় আসামি পালিয়ে যায়।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে এই সংবাদ নিশ্চিত করা হয়।

তাংকাক জেলা পুলিশ প্রাধান, সুপার মোহাম্মদ ফাদিল মিনহাজ জানান আসামি পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যেতে সক্ষম হয়। আদালতের পাশে একটি ঘন বাগান থাকায় আসামির পালাতে সুবিধা হয়।

আসামি কে চাঁদাবাজির মামলা ৩৮৮ ধারার অধীনে পূর্বর অভিযোগে তাকে আদালতে হাজির করা হয়।

আটক ব্যাক্তি কি ভাবে পালাতে সক্ষম হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সুপার জানান যদি কোন পুলিশ সদস্য আসামি কে পালতে সহযোগিতা করে তাহলে দেশটির প্রচলিত আইনে ব্যবস্তা নেওয়া হবে।

চাঁদাবাজি মামলাটি দণ্ডবিধির ২২৩/২২৪ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে এবং দেশটির নাগরিকদের কাছে ছবি প্রকাশ করে আহবান করা হয়েছে ধরিয়ে দেওয়ার জন্য।