মালয়েশিয়া ইমিগ্রেশেনের বড় ধরনের অভিযান শনিবার মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযান প্রাথমিকভাবে ৭০৪ জনেকে আটক করেন।
২৮ মে ভোরে সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার পাসার বেসার মেরু এলেকায় এ অভিযান পরিচালনা করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্টেটারি জেনারেল আহমদ দাহলান বিন হাজী আবদুল আজিজ এবং ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাইমি বিন দাউদ।
স্ব রাষ্ট্র মন্ত্রী হামজাহ বিন জয়নুদিন বলেন,অভিযানে প্রাথমিকভাবে ৭০৪ জন অভিবাসী কর্মীদের আটক করা হয়। পরবর্তী কাগজপত্র যাচাই বাচাই করে ৬৩৭ জন জাতিসংঘের শরণার্থী কার্ডধারী।
২৩ জন বাংলাদেশি ২ জন ইন্দোনেশিয়া, ১৪ মিয়ানমার, ৮ জন ভারতীয় নাগরিক সহ অন্যন দেশের আরো ৪ জন নাগরিক আছে।
আটক কৃতদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র নাই। এই
অবৈধভাবে বসবাস রত অভিবাসী কর্মীরা দেশটির বিভিন্ন সেক্টরে কাজ করত।
ইমিগ্রেশন বিভাগের অভিযানে তাদের সহযোগিতা করার জন্য দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ ( জেপিএন) জেনারেল অপারেশন ফোর্স ( এপিএ) এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)
সহ মোট ২৭২ জন কর্মকর্তা।
তিনি আরো বলেন দেশের নিরাপত্তার স্বার্থে এমন অভিযান পরিচালনা করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।