করোনার নতুন ধরন ওমিক্রনের প্রথম রোগী শনাক্ত হয়েছে মালয়েশিয়া । শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রী খায়রি জালালউদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। আফ্রিকা থেকে আসা ১৯ বছর বয়সী এক ছাত্র শরীরে করোনার ওমিক্রন ধরা পড়েছে। আফ্রিকা থেকে সিঙ্গাপুর পরবর্তী মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তার শরীরে ওমিক্রন ভাইরাসের অস্তিত্ব পায় মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ।
আফ্রিকা থেকে ছাত্র মালয়েশিয়ার পেরাক রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ গভীর পর্যবেক্ষণে রেখেছেন, গুরুত্ব দেওয়া হচ্ছে সংক্রমণ যাতে না বৃদ্ধি পায়।
অপরদিকে বিশ্বে করোনার নতুন ধরন দেখা দিলে মোট ২৬ টি দেশর নাগরিকদের লাংকাবি ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশের নামও রয়েছে।
তবে আন্তর্জাতিক গ্রাফিক্স সম্ভব্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।