মালয়েশিয়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্য
মালয়েশিয়া গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ রোগী সনাক্ত হয়ে, যা দেশটির একদিনে সর্বোচ্চ রোগী সনাক্ত।
মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক তান সেরি ডাঃ নূর হিশাম আবদুল বলেন, মালয়েশিয়া দিনে দিনে রোগী সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সাথে মৃত্যুর সংখ্যাও। গতকাল ৭ ফেব্রুয়ারী এককদিনে ৯ জনের মৃত্যু হয়েছে।
তবে বেশীরভাগ রোগী নরমাল বাড়িতে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে।
এদিকে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রী সর্তক করে বলেন সকলকে বুষ্টার ডোজ টিকা নিতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, আমারা এটাও বলতে পারি না যে পরিস্থিতি কখন খারাপ হবে।
তবে মন্ত্রী আশা ব্যাক্ত করে বলেন আগামী মার্চ থেকে করোনার ওমিক্রন শেষ হতে চলছে।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রীলয়ের শেষ তথ্য অনুযায়ী গতকাল ১১০৩৪ জন রোগী সনাক্ত হয়ে, এ পযন্ত মোট রোগীর সংখ্যা ২৯২৫২৫৪ জন।
আর মোট মৃত্যু হয়েছে ৩২০৪৩ জনের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।