মালয়েশিয়া করোনায় স্বাস্থ্য বিধি নতুন নিয়ম আসছ
মালয়েশিয়া কোভিট ১৯ পজিটিভ রোগী সনাক্ত দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ফলে দেশটির সরকার করোনা মহামারী মোকাবিলা অর্থনীতির চাকা সচল রাখতে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বৃহস্পতিবার ( ফেব্রুয়ারী ১৭) দুপুর দুটায় এ সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রী খায়েরি জামাল উদ্দিন।
তিনি আরো বলেন, কোভিট ১৯ পজিটিভ রোগীর সংস্পর্শে আসা মানুষকে বিচ্ছিন্ন বা কোয়ারেন্টিইন রাখার জন্য আগামী সপ্তাহ থেকে নতুন নিয়ম জারি করা হবে।
স্বাস্থ্য মন্ত্রী উল্লেখ করে বলেন বর্তমানে করোনা রোগী সনাক্ত হচ্ছে রোগীর সংস্পর্শে আসা মানুষ গুলো যা খুবি চিন্তার বিষয়।
এমন পরিস্থিতি চলতে থাকলে রাষ্ট্র ও রাষ্ট্রের অর্থনীতির উপর প্রভাব পড়বে।
সুতরাং আমারা আগামী সপ্তাহ থেকে নতুন একটি স্ট্যান্ডর্ড অপারেটিং পদ্ধতি ঘোষণা করব।
স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য মহাপরিচালক এ বিষয়ে মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা কর্মীদের একটি সার্কুলার জারি করেছেন।
স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য, যদি কোন রোগীর সংস্পর্শে আসে তাহলে তাদের পরবর্তী সময়ে কোভিট টেস্ট করে নেগেটিভ হলে কাজ চালিয়ে যেতে পারবেন।
তবে যাদের ইতিমধ্যে করোনার বুষ্টার ডোজ নেওয়া হয়ে গেছে তারদের পাঁচ দিনের কোয়ারেন্টাইন, যাদের বুষ্টার ডোজ দেওয়া হয়নি তাদের সাত দিনের কোয়ারান্টাইন এবং যাদের টিকা দেওয়া হয়নি তাদের ১০ দিনের জন্য হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।
উল্লেখ মালয়েশিয়া এখনো পযন্ত প্রতিদিন প্রায় ৩০ হাজরা মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।