মালয়েশিয়া কর্মী নিয়োগ, অনলাইনে নিবন্ধন করতে হবে
বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
মালয়েশিয়া কর্মী নিয়োগের চুক্তি স্বাক্ষর হলেও এখনো সিদ্ধান্ত হয়নি কবে থেকে বাংলাদেশের কর্মী আসতে পারবে। তবে ১০ জানুয়ারি এজ বিবৃতিতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম এম সারাভানান বলেন খুব শিগগিরই মালয়েশিয়া আসতে আগ্রহী কর্মীদের নাম অনলাইনে নিবন্ধন করার ঘোষণা দেওয়া হবে।
প্রথমি পর্যায়ে সব সেক্টরে কর্মী নিয়োগ না করলেও পরবর্তী পর্যায়ে ক্রমেই সব সেক্টরে কর্মী নিয়োগ দিবে মালয়েশিয়া।
গত ১০ ডিসেম্বর মন্ত্রীসভার বৈঠকে প্রথমিক ভাবে বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি খনন,নির্মাণ ও গৃহকর্মী নিয়োগ দেওয়া হবে বলে মন্ত্রী সভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।