মালয়েশিয়া কর্মী নিয়োগ আট দিনে আবেদন জমা ৭৫০মালয়েশিয়া প্রাথমিক ভাবে কর্মী নিয়োগের জন্য ৭৫০০ নিয়োগকর্তা আবেদন করেছেন বলে জানা গেছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্রে।

২৮ জানুয়ারি থেকে শুরু ৪ ফেব্রুয়ারি পযন্ত মোট ৮ দিনে এ আবেদন জমা হয় মন্ত্রণালয়ে।

মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ধাতুক সেরি এম সারভানান জানান,এর মধ্যে কিছু আবেদন গ্রহন যোগ্য নয়, কারন আবেদন কারি কোম্পানি গুলোর বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন বা যোগ্যতা নাই।

আবেদন পত্র সব সময় নিয়োগকর্তা৷ দ্বারা পূরণ করতে হবে, সে অন্য কারো দিয়ে পূরণ কর ঠিক নয় বলে মন্ত্রী জানান।

এদিকে মালয়েশিয়া কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের কারিগরি সহ কর্মী প্রেণে খরচ, মেডিকেল ইত্যাদি বিষয় কোন সিদ্ধান্তে আসতে পারেনি।

এমন অবস্থায় মালয়েশিয়া যেতে আগ্রহী কর্মীদের কোন প্রকার অর্থনৈতিক লেনদেন না করার অনুরোধ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।