মালয়েশিয়া জিডিপি প্রবৃদ্ধি দিনে দিনে উদ্ধোমূখী
বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
মালয়েশিয়া মোট উৎপাদন ( জিডিপি)৷ আগের তিন মাসে বৃদ্ধি পেয়ে ৮.৯ শতাংশ বেড়েছে।
দেশটির প্রাধান পরিসংখ্যানবিদ দাতুক সেরি মোহাম্মদ উজির মাহিদি ১২ অগাস্ট এ তথ্য জানান ।
দেশটির পরিসংখ্যান বুরো জানান দেশটির বিদেশি কর্মী দেশে ফিরে যাওয়া ও আন্তর্জাতিক সীমানা পুনরায় খোলার পাশাপাশি অভান্তরীণ চাহিদা এবং শ্রমের অবস্থার উন্নতির কারণে জিডিপি গত ত্রৈমাসিক ৫. ০ শতাংশ থেকে বেড়েছে।
বেকারত্ব উল্লেখযোগ্য হারে কমেছে। ব্যাংক নেগারা মালয়েশিয়ার (বিএনএম) গভর্নর তান শ্রী নর শামসিয়াহ মোহাম্মদ ইউনুস এখানে সাসানা কিজাং এ যৌথ সংবাদ সম্মেলন বলেছেন।
এদিকে আরো জানান নির্মাণ অর্থনীতি ২০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।