মালয়েশিয়া, বাপ্পী কুমার দাস।
বাংলাদেশি ৪৯ বছর বয়সী আহাদকে খুঁজছে মালয়েশিয়ার দূর্নীতি দমন কমিশন।
মালয়েশিয়া প্রচলিত আইন অমান্য করে ও আইন ভঙ্গ করে কোম্পানি খুলে দূর্নীতি করার অভিযোগে এই বাংলাদেশির বিষয়ে তথ্য দেওয়ার আহবান জানিয়েছে দেশটির দূর্নীতি দমন কমিশন।

বুধবার (১৫ ডিসেম্বর) আহাদ খান নামে এই বাংলাদেশি কে খোঁজার জন্য মালয়েশিয়ার দূর্নীতি দমন কমিশন ও স্থানীয় গণমাধ্যম সহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে খোঁজ দেওয়ার আহবান করা হয়।

এদিকে মালয়েশিয়ার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে ছবি প্রকাশ করে এ আহবান করা হয়।

স্থানীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশ করা হয়, দেশটির তেরেঙ্গানু উমনো লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান দাতুক সেরি আহমেদ সাইদ কতৃপক্ষেকে একজন বাংলাদেশি কে তদন্ত করতে বলেছিলেন যিনি ক্ষমতার অপব্যবহার এবং ফেস মাস্ক উৎপাদন প্রকল্পের সাথে জড়িত থেকে বিশ্বাস ভঙ্গ করে।

পলাতক বাংলাদেশি আহাদ খানের পাসপোর্ট নাম্বার EE0016735 এবং তার স্থানীয় ঠিকানা প্রকাশ কর হয় স্থানীয় গণমাধ্যমে।

পলাতক বাংলাদেশি খোঁজ দিতে বা কোন তথ্য থাকলে সরাসরি তদন্তকারী কর্মকর্তা নূর আথিকা আজিজের সাথে যোগাযোগ করতে বলা হয় মোবাইল নাম্বার ০১৭৩৪৩২৯২৩/০৯৬৩০১৯২০ অথবা [email protected] ইমেলে।

দূর্নীতি দমন কমিশন আরো জানান পলাতক বাংলাদেশি আরো একটি পাসপোর্ট আছে রণজিৎ রয় নামে, যে পাসপোর্ট নাম্বার BW0862531.
দূর্ঘদিন নেদারল্যান্ডস সরকার কু কর্মেরর কারবে কালো তালিকায় রাখে।