মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের একটি অভিযানে বাংলাদেশী সহ গ্রেফতার ৭৮ জন। কুয়ালালামপুর সেগাম্বুট ডালামের একটি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন মালয়েশিয়া ইমিগ্রেশন। অবৈধভাবে বসবাসের দায়ে ৫ বাংলাদেশী ৭৩ জন ইন্দোনেশিয়া নাগরিকে আটকের তথ্য জানান দেশটির গণমাধ্যম।

কুয়ালালামপুর ইমিগ্রেশনে প্রাধান স্যামসুল বদরিন মহসিন জানান স্থানীয় নাগরিকদের তথ্যর উপর ভিত্তি করে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার কৃত সকলকে দেশটির অভিবাসন আইন অনুযায়ী শাস্তি হবে বলে জানান তিনি।

গ্রেফতার করে সকলকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়।

বিদেশিদের ভাড়া দেওয়া স্থানীয়দের মালিকানাধীন বাসস্থান ছাড়াও ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও বসতি রয়েছে এসব অবৈধ অভিবাসীদের’।

বুধবার (১০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে ইমিগ্রেশন বিভাগের হরি রায়া (ঈদুল ফিতর) উদযাপনের সময় তিনি সাংবাদিকদের বলেন, এমনও কিছু ঘটনা রয়েছে যেখানে এই বসতিতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বৈধ নথিপত্র রয়েছে এমন বিদেশিরাও বাস করে।