মালয়েশিয়া প্রবাসীদের সুবিধা দিতে চালু হলো মাই বেষ্ট টুর এন্ড ট্রাইবল

ঢাকা টু কুয়ালামাপুর ও কুয়ালালামপুর ঢাকা রুটে বিমান টিকিটের দাম ৪/৫ গুন বেশি হওয়া মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তির কোন শেষ নাই, দেশে আসার জন্য একজন প্রবাসী তার তিন মাসের বেতনের টাকা খরচ করতে হচ্ছে, সরকার বা বেসামরিক বিমান কতৃপক্ষ কিছু করছে না বলে সাধারণ প্রবাসীদের অভিযোগ পুরাতন।

এমন অবস্থায় মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে যতদূর সম্ভব সমাধান করার লক্ষে বুকিত বিন্তাং এ যাত্রা শুরু করল,
মাই বেষ্ট টুর এন্ড ট্রাইবল। রবিবার সন্ধায় মাই বেষ্ট টুর এন্ড ট্রাইবল এর উদ্ভোদন উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের সর্বনিম্ন মূল্য টিকিট বিক্রি করার প্রতিশ্রুতি দেন। এবং অসুস্থ ও অসহায় প্রবাসী স্বল্প মূল্য টিকিট দেওয়া প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানের কর্নধার শেখ জহির ও মোঃ আবুতাহের

উদ্ভোদন অনুষ্ঠানে বুকিত বিন্তাং জালান আনচোকা, মাই বেষ্ট টুর এন্ড ট্রাইবল অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও কেক কাটা হয়। এ সময় মালয়েশিয়া বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, উদ্যোগক্তা, সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন। সাধারণ প্রবাসীরা বিশ্বাস করেন মাই বেষ্ট টুর এন্ড ট্রাইবল সাধারণ প্রবাসীদের কথা মাথায় রেখে স্বল্প মূল্য টিকিট বিক্রি করবেন।