মালয়েশিয়া প্রবাসী মৃত মোঃ নবীর মরদেহ দেশে পাঠাতে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখা ও সেলাঙ্গর প্রাদেশিক কমিটি।
মোঃ নবী মালয়েশিয়ার শাহআলম হসপিটালে মৃতবরণ করেন। হসপিটালের বিল পরিশোধ ও মরদেহ দেশে পাঠাতে আর্থিক সমস্যায় পড়ে তার পরিচিতজনরা। এইসময় তারা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সেলাঙ্গর প্রাদেশিক কমিটির সহায়তা চাইলে এগিয়ে আসেন কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও কমিটির অন্যান্য সদস্যের পাশাপাশি কার্যনির্বাহী সংসদ, মালয়েশিয়ার সভাপতি জাহিদ হাসান এবং সহ প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ খান তরিকুল।
সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছে যে, প্রবাসীদের লাশ সরকারী খরচে দেশে নিবে সরকার। শুধু ঘোষণা নয় দ্রুত এর বাস্তবায়ন চায় প্রবাসীরা।
এ সময় প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া নেতারা বলেন রাষ্ট্র আর কবে দায়িত্বশীল হবে, রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি, তারা বিশ্বাস করেন বাংলাদেশ সরকার প্রবাসীদের লাশ বৈধ বা অবৈধ হক সরকারি খরচের দেশে নেওয়ার সিদ্ধান্ত নিবে!
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।