1. মালয়েশিয়া প্রবাসী দুই বন্ধু নাসির উদ্দীন ও রফিকুল ইসলাম প্রতিদিনের মত সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্য রওনা হয় ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার।

গার্মদাহ গার্ডেন, সেলাঙ্গার এলেকায় পৌঁছাতে একটি মালবাহি ট্রাক এর সাথে মুখোমুখি ধাক্কায় দুই জন রেমিট্যান্স যোদ্ধা সাথে সাথে মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ পোসমাডাম করার জন্য সুংঙ্গাইবুলু হাসপাতালে নিয়ে যায়।

বৈধ কোন কাগজ পত্র না থাকায় প্রাথমিকভাবে লাশে পরিচয় না মিলে লাশ দেশে পাঠানোর ব্যবস্তা করতে সময় লেগে যায়।

এক মাস হাসপাতালে থাকার পরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর শ্রম)জহিরুল ইসলামের ও প্রবাসী শিক্ষার্থী এবাদুল্লহ খানের সহযোগিতা

লাশ দেশে পাঠানোর সব বৈধ কাগজ পত্র জোগাড় করা হয়।

সকলের সহযোগিতায় শুক্রবার সন্ধায় মালয়েশিয়া একটি এয়ারলাইনস দেশে পাঠানোর ব্যবস্তা করা হয়।
বৃহস্পতিবার সকালে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।