মালয়েশিয়া অনাবৃষ্টি কারনে ৬ টি প্রদেশে বন্যা হয়েছে। মালয়েশিয়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশটির জোহর,পাহাং,নেগারি সেম্বিলান,মেলাকা,সাবাহ রাজ্য সহ বিভিন্ন এলেকায় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্টি বন্যায় ২৮ হাজরের বেশী মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এর মধ্যে দুই জন শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দেশটির জোহর রাজ্যর আবহাওয়া অফিস থেকে এস সব তথ্য জানানো হয়।
বন্যায় সব থেকে বেশী ক্ষতিগ্রহস্ত হয়ে জোহর রাজ্যার ১০ টি জেলা। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী থেকে মালয়েশিয়া ভারি বৃষ্টি শুরু হয়। বন্যা কবলিত এলেকায় ঝুঁকি পূর্ণ স্থানে যোগাযোগ ব্যাবস্তা প্রায় বন্ধ হয়ে গেছে।

এদিকে মালয়েশিয়ার নদী গুলোতে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তবে অতিবৃষ্টির কারণে মালয়েশিয়া প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতি বছর বন্যা হয়।

৬ টি রাজ্য বন্যা হওয়ার কারণে ঠিক বাংলাদেশি প্রবাসী কতটা বিপদগ্রহস্ত তা জানা যায়নি।