মালয়েশিয়া ভ্রমণে আসতে পারে কঠোর বিধিনিষেধ
করোনার নতুন ধরন, সারা বিশ্বকে আবারও নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। ইতিহাস মধ্যে মালয়েশিয়া করোনার নতুন ধরন রোগী ধরা পড়ে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মালয়েশিয়ার সরকার চলাচল ও বিদেশি পর্যটকদের জন্য বিধিনিষেধ আনতে পারে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে সরকার কোভিড -১৯ এর বিস্তার রোধ করতে দেশে বিদেশী পর্যটকদের প্রবেশের উপর নিয়ন্ত্রণ কঠোর করবে। বলে জানান,
প্রধানমন্ত্রী, দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
যদি কোম কঠোর নিয়ন্ত্রণ শুধুমাত্র চীন থেকে আসা পর্যটকদের উপর দৃষ্টি নিবদ্ধ করে না, সমস্ত উচ্চ ঝুঁকিপূর্ণ দেশকে এই বিধিনিষেধ এর মধ্যে থাকবে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।