করোনা পরিস্থিতি দিনে দিনে নিয়ন্ত্রণে বাহিরে চলে যাওয়া আমারও লকডাইনের সময় সিমা বৃদ্ধি করেছে মালয়েশিয়া সরকার। এর আগে করোনার তৃতীয় ধাপ মোকাবিলা ১জুন থেকে ১৪ জুন পযন্ত সর্বাত্মক লকডাইন ঘোষণা করে মালয়েশিয়া সরকার।
তবুও প্রতি দিন ৫ হাজারে বেশী রোগী সনাক্ত হওয়া নতুন করে এ সিধান্ত নেওয়া হয়। আজ স্থানীয় সময় বিকাল তিনটায় মালয়েশিয়া সিনিয়র মন্ত্রী ইসমাইল সবারি ইয়াকুব করোনা কালিন ব্রিফিং মুভমেন্ট কন্টোল অডার থ্রি আগামী ১৫ জুন থেকে ২৮ জুন পযন্ত লকডাইনের সময় বৃদ্ধি করার কথা উল্লেখ করেন । এ সময় মন্ত্রী সকল কে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করেন।
উল্লেখ মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া শেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা রোগী সনাক্ত হয়েছে ৬৮৪৯ জন, মৃত্যু হয়েছে ৮৪ জনের, সুস্থতা লাভ করেছে ৭৭৪৯ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।