মালয়েশিয়া প্রবাসী কক্সবাজার টেকনাফ উপজেলার ছেলে সফিক ( ৩২),১০ বছর ধরে মালয়েশিয়া বাসবাস করেছে। কিছু দিন আগে মালয়েশিয়ার পেনাং রাজ্যে বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ নেয়।
২১ অগাস্ট রবিবার নিহিত সফিক ও তার সহ কর্মী রাতের শিফটে কাজ করতেন। ঘটনার দিন রাতে খাবার খাওয়ার সময় হলে দুই জনে খাবার খেতে রুমে যাওয়ার পথে ঝগড় শুরু করে এক পর্যায়ে অভিযুক্ত ইমরান সফিকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
সফিক গুরুতর আহত হলে অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিলে অ্যাম্বুলেন্স অপেক্ষায় থাকা অবস্থায় সফিক মারা যায়। পরবর্তীতে পুলিশ এসে সফিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একটি হাসপাতালে পাঠান।
ঢাকার ছেলে ইমরান তখন ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। পুলিশ আশেপাশে কিছু স্থানে অভিযান পরিচালনা করলে ইমরান ধরা পড়ে।
প্রবাসী সফিক ও ইমরান দুইজন একই কোম্পানি ও রুমে থাকতেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।