জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া ২য় বারের মতো বন্যায় ক্ষতি গ্রস্ত মানুষের পাশে দাড়ালেন।

স্থানীয় সময় শনিবার (০৮ জানুয়ারী) মালয়েশিয়া কন্তান রাজ্য বেন্তং এর কাম্পুং বিনাসের মসজিদ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করেন, এ সময় স্থানীয় একটি এনজিও এম সি সি এফ ডিরেক্টর দাতুক সেরি হালিম ইসাক ও জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ডবলু, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, সহ সহসভাপতি মোঃ আলম, মেহেদী, মোশেদ, আলী আজগর সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষ মসজিদে নামাজ পড়ে প্রবাসী বাংলাদেশী সহ সকলের দোয়া করা হয়।