মালয়েশিয়া ইমিগ্রেশনে নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল মধ্যে রাতে কুয়ালালামপুর অভিযান পরিচালনা করেন।
ইমিগ্রেশন অভিযানে ২১ বাংলাদেশি সহ ৯১ জন গ্রেফতার
গতকাল মধ্যেরাতে কামপুং আবদুল্লা হুকুম- ভাংসার এলাকায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযান পরিচালনা করে ৯১ জন কে বৈধ ভিসা না থাকায় গ্রেফতার করেছে। অভিযান পরিচালনার সময় ২৫৪ জনকে তাদের পাসপোর্ট ও ভিসার মেয়াদ চেক করা হয়। তারমধ্যে ৯১ জনের ভিসার মেয়াদ না থাকায় গ্রেফতার করা হয় এবং অনন্যদের ছেড়ে দেওয়া হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোরনেশিয়া ৩৩ জন, বাংলাদেশ ২১ জন, মায়েনমার ১৭ জন, পাকিস্তান ১৭ জন, নেপাল ৮ জন, ইন্ডিয়ান ২ জন এবং ফিলিপাইন ১ জন। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেফতারকৃতদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।