মালয়েশিয়া অভিযান চালিয়ে নির্মাণ সাইটের কাজ বন্ধ ও ইমিগ্রেশন সমন্বিত অপারেশনে ৬৪ জন বাংলাদেশী অবৈধ কর্মী গ্রেফতার

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
কুয়ালালামপুর, বৃহস্পতিবার ১৫ জুন, সিটি হল (ডি বি কেল ) এর সহযোগিতায় বিকেলে কুয়ালালামপুরের তামান মুতিয়ারা বারাত চেরাসে নির্মাণ সাইট সিরিজে অভিযান পরিচালনা করেন।

চার সংস্থার সমন্বিত অপারেশনের মাধ্যমে, ডিবিকেল মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম ), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনিং কর্পোরেশন এবং মালয়েশিয়ান ডিপার্টমেন্ট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (ডিওএসএইস ) এর সমন্বয়ে গঠিত বাহিনী অভিযানে অংশ গ্রহন করেন ।

অভিযানে মোট ৯০ জন কে আটক করা হয় তার মধ্যে বাংলাদেশী ৬৪ জন, ভারতীয় ১৪ জন, মায়ানমারের ৬ জন, পাকিস্তানের ৬ জন অবৈধ অভিবাসী কর্মী। DBKL ধারা ৭০ রাস্তা, ড্রেন এবং বিল্ডিং অ্যাক্ট ১৯৭৪এর মাধ্যমে নির্মাণ সাইটটি বন্ধ করে সিল করে নির্মাণ কার্যক্রম বন্ধ করে এবং নির্মাণ এলাকায় ৩টি কম্পাউন্ড নোটিশ জারি করে।

বিনা অনুমতিতে কাঠামো স্থাপন (ব্যাচিং প্লান্ট) এবং নির্মাণ এলাকার অপরিষ্কার ছিল ।