মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, বৃটেন ও কানাডা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়া জেনারেলদেরকে এ নিষেধাজ্ঞায় টার্গেট করা হয়েছে। অনলাইন আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় মিয়ানমারের অস্ত্রের তিন ডিলার এবং তাদের সঙ্গে সংযুক্ত কোম্পানিকে টার্গেট করা হয়েছে।
নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এক বিবৃতি তিনি বলেছেন, মিয়াননমারের সেনা শাসকগোষ্ঠী ও তাদের সহিংসতায় যারা সমর্থন দেবে তাদের বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে অবরোধ দিতে থাকবো।
যতদিন তারা এই পথ থেকে বিরত না হবে এবং মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না করবে ততদিন এই ধারা চলতেই থাকবে। কানাডা তার নিষেধাজ্ঞায় যুক্ত করেছে হতুন অং সহ চারজন ব্যক্তি এবং দুইটি কোম্পানিকে। এছাড়া দেশটির বিমানবাহিনীর কাছে সরঞ্জাম সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে বৃটিশ সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।