সাত বছরের ছোট্ট আদুরে মেয়ে। সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় যে কোনো বাবা-মায়ের জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় হয়েছে একটি ভিডিও যেখানে এক বাবা তার সাত বছরের মেয়ের মৃতদেহ কাঁধে চাপিয়ে বাড়ি ফিরলেন তাও আবার ১০ কিলোমিটার রাস্তা হেঁটে।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল লাশ বহনকারী একটি যানের ব্যবস্থা করবে। এই গাড়ির জন্য অপেক্ষা করতে পারেননি বাবা, অবশেষে মেয়ের মৃতদেহ নিজেই কাঁধে চাপিয়ে ১০ কিমি হেঁটে বাড়ি ফিরলেন। মর্মান্তিক এই ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের সুরগুজা জেলায়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, মেয়েটির অক্সিজেনের মাত্রা খুব কম ছিল। ওই স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছিল কিন্তু তার অবস্থার অবনতি হয় এবং শুক্রবার (২৫ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে মারা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, মেয়ের লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছেন ঈশ্বর দাস। তবে ওই স্বাস্থ্যকেন্দ্রের দাবি, লাশ পাঠানোর ব্যবস্থা করার আগেই মেয়েকে নিয়ে চলে যায় পরিবার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।