মোহাম্মদ হিরু রহমান কে ধরিয়ে দেওয়ার আহবান মালয়েশিয়া ইমিগ্রেশনে

বাপ্পী কুমার দাস

মালয়েশিয়া

মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ( জিআইএম) বাংলাদেশী মোহাম্মদ হিরু রহমান নামে এক বাংলাদেশী কে ধরিয়ে দেওয়ার আহবান করেছেন স্থানীয় নাগরিকদের প্রতি। রোজ বৃহস্পতিবার( ১০ ফেব্রুয়ারী) দুপুরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে এ আহবান করা হয়।

৪০ বছর বয়সী হিরু রহমান পাসপোর্ট নাম্বার BW 0534451 শেষ স্থানীয় ঠিকানা দেওয়া হ’য়ে জালান নাম্বার ১/৩আ পাসার বরং পুষ্টা ভান্ডার উত্তরা, ৬৮১০০ বাতু কেভ কুয়ালালামপুর।

অভিযুক্ত হিরু রহমান নামে সিমনিয়া একটি আদালতে অভিবাস আইন ৩৮( বি)অধিনে একটি প্রসিকিউশন মামলা চলছে।

এছাড়া আরো যানো হয় যে, হিরু রহমানের সন্ধান পেলে সরাসরি ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপওকে)মোহাম্মদ আজমুদ্দিন বিন লং, অপারেশন ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন ডিভিশন মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার পুত্রাজায়ায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
(০৩৮৮৮০১৩৩৮/১৩৩০)