সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সোমবার (২৪ জানুয়ারি) দুটি মিসাইল হামলা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-প্যাট্রিয়ট। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের শরিক দেশ হিসেবে আছে যুক্তরাষ্ট্র।
আবুধাবির পাশেই রয়েছে মার্কিন সামরিকঘাঁটি। আমিরাতের আল-দাফরা বিমানঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্যাট্রিয়টের সাহায্যে হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপটেন বিল আরবার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। আল-দাফরা বিমানঘাঁটিতে ২ হাজার মার্কিন সেনাসদস্য রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।