যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে দৃষ্টি চীন ও রাশিয়ার দিকে ফেরানোয় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলো অঞ্চলটির প্রতি বাইডেনের ‘প্রতিশ্রুতি’ নিয়ে সন্দেহ প্রকাশ করছে।
সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রভাব হারাচ্ছে।সৌদি প্রিন্স ও দেশটির সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি বিন ফয়সল আল সৌদ মঙ্গলবার বলেন, আফগানিস্তান-ইরাকে যুক্তরাষ্ট্রের ২০ বছর উপস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক ও কূটনৈতিক সংকট তৈরি করেছে।
এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো অঞ্চলটিতে ওয়াশিংটনের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলছে। সৌদির সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, আফগানিস্তান ও ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ‘কৌশলগত বিশৃঙ্খলা’ তৈরি করেছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এজেন্টদের প্রভাব ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।