ভারতীয় মিগ-২১ বিমানগুলোকে বলা হয় উড়ন্ত কফিন। এ পর্যন্ত অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে আশির দশকের পুরনো এই বিমানগুলোতে। এমনকি বলিউডে সিনেমাও হয়েছে এ নিয়ে।

মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত আমির খানের ‘রঙ দে বসন্তি’ সিনেমাটা এমন ঘটনার ওপর ভিত্তি করেই নির্মিত। ফের ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজস্থানের জয়সলমিরের কাছে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহার খোঁজে চলছে তল্লাশি অভিযান। জয়সলমিরের ‘ডেজার্ট ন্যাশনাল পার্ক’ এলাকার অন্তর্গত একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

ঘটনার সত্যতা স্বীকার করে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে টুইট করা হয়েছে। ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। ভারতে এ বছর একাধিক মিগ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।