উত্তর আয়ারল্যান্ডের বাংগোরের বাসিন্দা হেলেন ম্যাকমোহান মিসড কল ৪৫০০ পেয়েছে। বিবিসির খবর অনুযায়ী, দ্য স্পেন্ড লোকাল স্কিম নামে একটি সংস্থার তরফ থেকে হেলেনের নম্বর পোস্ট করে বলা হয় প্রিপেড কার্ডের মেয়াদ থাকতে থাকতে তাদের যা কিছু কেনার প্রয়োজন যেন কিনে নেন। ঐ সংস্থা গ্রাহকদের ইমেইল করে তা জানিয়ে দেয়। আর ইমেইল পেয়ে শুরু হয়ে যায় ফোন আসা।
দ্য স্পেন্ড লোকাল স্কিম নামে একটি সংস্থার তরফ থেকে হেলেনের নম্বর পোস্ট করে বলা হয় প্রিপেড কার্ডের মেয়াদ থাকতে থাকতে তাদের যা কিছু কেনার প্রয়োজন যেন কিনে নেন। ভুল হলো, মিসড কল। সংখ্যাটা কত?
৪৫০০। হেলেনের যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়েছিল, তা বলাই বাহুল্য। ঝামেলার শেষ এখানেই নয়। হেলেনের রয়েছে একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র।
স্বাভাবিকভাবেই হেলেনের মনে হয়েছে, ফোন যারা করছেন তারা সবাই প্রাথমিক চিকিৎসার জন্য সাহায্য চাইছেন। প্রশ্ন করলেই উত্তর এসেছে নানা আমরা প্রাথমিক চিকিৎসার জন্য আপনাকে ফোন করিনি। ফোন করিছি প্রিপেড কার্ডের বিষয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।