মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের (ইইএফ) সম্মেলনের সাইডলাইন বৈঠকে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
পুতিনের সাথে ওই বৈঠকে তাকে কেবল ‘রাশিয়ার নয়, বরং পুরো বিশ্বের নেতা’ বলে প্রশংসা করেছেন তিনি। মিন অং হ্লেইং আরও বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে গর্বিত। আমি আপনার জন্য গর্ববোধ করি।
আপনি যখন দেশটি শাসন করতে শুরু করলেন, বলা যায় তখন থেকেই রাশিয়া বিশ্বের এক নম্বর দেশ হয়ে উঠল। কারণ আপনি পুরো বিশ্বের স্থিতিশীলতা নিয়ন্ত্রণ ও সংগঠিত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।