ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে লিথুয়ানিয়া। দেশটির প্রেসিডেন্ট গীতানাস নওসেদার বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বিবিসি।

উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক রাষ্ট্রটির প্রেসিডেন্ট গীতানাস নওসেদা বিবিসিকে বলেন, রুশ আচরণ পরিবর্তন হবে না এবং পশ্চিমা শক্তিগুলোকে আরও সিদ্ধান্তমূলক হতে হবে। তাই রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

তিনি বলেন, সুইফ্ট ব্যাংকিং যোগাযোগব্যবস্থা সব রাশিয়ান ব্যাংকের জন্য বন্ধ করা উচিত। এখনকার মতো বেছে বেছে বন্ধ করা উচিত নয়।

নওসেদা আরও বলেন, রাশিয়ান তেল ও গ্যাসের ওপর ইউরোপীয় নির্ভরতা হ্রাস করা উচিত এবং লিথুয়ানিয়া রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি বন্ধ করতে প্রস্তুত।

সাবেক সোভিয়েত বাল্টিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সম্ভাব্য রাশিয়ান আগ্রাসন থেকে রক্ষার জন্য আরও সামরিক সহায়তা সম্পর্কে সোচ্চার থাকার প্রয়োজন ছিল বলে অভিমত দেন তিনি।

 

কলমকথা / সাথী