মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসী কর্মীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য রি-ক্যালিব্রেশন পরিকল্পনার মাধ্যমে বিশেষ কাউন্টার চালু করেন।
বৃহস্পতিবার( ২১অগাষ্ট) দেশটির অভিবাসন বিভাগের উপ মহাপরিচালক জানান ২০ অগাস্ট পযন্ত প্রায় এক লাখ অবৈধ অভিবাসী কর্মীদের দেশে পাঠাতে সক্ষম হয়েছে তারা।
রি-ক্যালিব্রেশনের অধিনে শুরু দেশে ফিরত পাঠানোর জন্য না, নিবন্ধন করে বৈধ হওয়ার সুযোগ রয়েছে। এ পযন্ত ১ লাখ ৭৪ হাজার ৬৮ জন শ্রমিক নিবন্ধন করেছেন বৈধতা পাওয়ার জন্য।
এই প্রকৃয়া বৈধ হওয়ার জন্য নিয়োগ কর্তাকে অবশ্যই তাদের শ্রমিকদের একটি বৈধ ভ্রমণ নথি পেশ করতে হবে।
তিনি আরো জানান নিয়োগ কর্তাকে মানবসম্পদ মন্ত্রণালয় থেকে একটি কোটা অনুমোদন নিতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।