লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি এক সাক্ষাৎকারে ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ‘আগ্রাসন চালাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন।
তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াদ। বৈরুত থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পাশাপাশি লেবানন থেকে সব ধরনের পণ্যের আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা।
সৌদি আরবের এ ঘোষণার কয়েক ঘণ্টা পর বাহরাইনও তাদের দেশ থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, কয়েকদিন আগে প্রচারিত লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এক সাক্ষাৎকারই সৌদি আরবকে ক্ষেপিয়ে তুলেছিল।
এদিকে সৌদি আরব ও বাহরাইনের রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্তে ‘দুঃখ’ পাওয়ার কথা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি ঘোষণা দিয়েছেন, ফের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা চালিয়ে যাবে লেবানন।