শিশুটির নাম পেইসলি সুলটিস। বয়স ৬ বছর। নিখোঁজ হয় প্রায় ২ বছর আগে। ২০১৯ সালে নিউইয়র্কের টিওগা কাউন্টি থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও পাওয়া যাচ্ছিল না মেয়েটিকে। প্রায় আশাই ছেড়ে দেয়া হয়েছিল শিশুকে খুঁজে পাওয়ার। তবে অবশেষে নাটকীয়ভাবে নির্জন এক জায়গা থেকে পেইসলি সুলটিসের সন্ধান পাওয়া যায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পুলিশ বলছে, শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে মেয়েটিকে একটি পরিত্যক্ত বাসার সিঁড়ির নীচের একটি গোপন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কের একটি শহর সুগার্টিসে অভিযান চালিয়ে গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির স্বাস্থ্যের অবস্থা ভালো এবং সে তার আইনগত অভিভাবক এবং তার বড় বোনের সাথে মিলিত হয়েছে। শিশুটির অভিভাবকত্ব হারানো পিতা-মাতাই লুকিয়ে রেখেছিল শিশুটিকে। পুলিশের বরাতে বলা হয়, কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, অভিভাবকত্ব হারানোর কারণে শিশুটির মা মিস কিম্বাররলি কুপার (৩৩) ও পিতা কির্ক সুলটিস জুনিয়র (৩২) তাকে অপহরণ করে লুকিয়ে রেখেছিল।
যেভাবে শিশুটিকে খুঁজে পায় গোয়েন্দারা
পেইসলিকে লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সুগার্টিসের ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। এর আগেও সেখানে অভিযান চালানো হয়েছিল, কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। শেষবার যখন অনুসন্ধান চালানো হয় বাসাটিতে, তখন বাসায় ছিলেন শিশুটির দাদা কির্ক সুলটিস জুনিয়র (৫৭)। তিনিই এই ঘরের মালিক। পুলিশ অভিযান পরিচালনার সময় তিনি বলেন, শিশুটি কোথায় আছে এই বিষয়ে তিনি কিছু জানেন না। এক ঘণ্টা অনুসন্ধানের পর একজন গোয়েন্দা সদস্য দেখতে পান যে, অদ্ভুত উপায়ে নির্মিত একটি সিঁড়ি ঘরের বেজমেন্টে নেমে গেছে। কয়েকটি বোর্ড সরানোর পর পুলিশ দেখতে পায় যে, পেইসলি এবং কুপার একটি ছোট, ঠান্ডা ও ভেজা কামড়ায় লুকিয়ে আছে। পেইসলিকে প্যারামেডিকরা পরীক্ষা করে দেখতে পান সে সুস্থ আছে। সুগার্টিসের পুলিশ প্রধান জোসেফ সিংগারা জানিয়েছেন, শিশুটির পিতা-মাতা যখন শুনতে পায় যে, আদালত তাদের কাছ থেকে তাদের বড় মেয়ের অভিভাবকত্ব কেড়ে নিয়েছে, তখনই তারা ছোট মেয়েকে নিয়ে পালিয়েছে। মিসেস কুপার, সুলটিস সিনিয়র ও সুলটিস জুনিয়রকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে আরও তদন্ত হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।