স্যাবল আইল্যান্ড কানাডার নোভা স্কটিয়ার উপকূলের একটি দ্বীপ। প্রায় ৫০০’র বেশি বন্য ঘোড়ার দখলে রয়েছে এই জায়গাটি। এখানকার অধিবাসী শুধুই বন্য ঘোড়া।
অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে দ্বীপে প্রথম ঘোড়াগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। পরে ধীরে ধীরে বাড়তে থাকে তাদের সংখ্যা। দ্বীপটির নৈস্বর্গিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই ঘোড়াগুলো। মূলত এই দ্বীপের ঘোড়াগুলো ছিল ছোট আকারের। যাদের উচ্চতা ছিল খুবই কম এবং কালো রঙের।
প্রথম দিকে ঘোড়াগুলোকে ব্যক্তিগত ব্যবহার এবং জবাইয়ের জন্য সংগ্রহ করা হতো। কিন্তু ১৯৫০-এর দিকে এই প্রাণী বিলুপ্তির পথে চলে যায়। পরে প্রজনন ত্বরান্বিত করতে আরও কিছু অন্য জাতের ঘোড়া রেখে আসা হয় দ্বীপটিতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।