কাতারে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ১১টার দিকে কাতারের সালোয়া রোডের সাফারি রাউন্ড এবাউটে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন চট্টগ্রাম ফটিকছড়ির ধর্মপুর গ্রামের আজিজুল হকের ছেলে। ৩ বছর আগে তিনি কাতার আসেন। গত ৩ মাস ধরে তিনি একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতেন। নিহত নাসিরের ৪ বছরের এক ছেলে ও ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। এদিকে কাতার থেকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা।