জাতিসংঘের অর্থায়নে,লিঙ্গভিত্তিক সহিংসতা, রাজনীতিতে নারী এবং নারী উদ্যোক্তাদের বিষয়ে রিপোর্ট করার লক্ষ্যে সোমালিয়ায় মিডিয়ার পরিধি বাড়াতে ‘সর্ব-মহিলা নিউজরুম’ চালু করা হয়েছে।

দ্য গার্ডিনের এক প্রতিবেদনে জানা যায়, মহিলারা যা বলতে চায় তাদের গল্পগুলো গবেষণা ও প্রকাশার জন্য সোমালিয়ায় প্রথম সর্ব-মহিলা মিডিয়া হাউস চালু করা হয়েছে, যা দেশের মহিলা সাংবাদিকদের জন্য একটি বিরল সুযোগ তৈরি করেছে।

দেশের কয়েকজন মহিলা সিনিয়র নিউজ প্রযোজকের মধ্যে একজনের নেতৃত্বে ছয় জনের একটি দল টিভি তারা রেডিও এবং অনলাইন মিডিয়ার জন্য লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, রাজনীতিতে নারী এবং মহিলা উদ্যোক্তাদের মতো করে রিপোর্ট তৈরি করবে।

এতে টিমের সম্পাদকীয় সিদ্ধান্ত নেয়ার স্বায়ত্তশাসন থাকবে। সোমালিয়ায় মিডিয়াতে কর্মরত মহিলারা উপেক্ষিত এবং সংবাদ প্রচারে অনীহা থেকে শুরু করে শ্লীলতাহানি এবং যৌন হয়রানি পর্যন্ত একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হন নারীরা।

২৭ বছর বয়সী ইব্রাহিমা বলেন, পুরুষরা আমাকে এমন কিছু বলেছে, ‘তুমি সুন্দর, আমি তোমার শরীর পছন্দ করি’, এবং আমি যখন বলেছিলাম যে আমি বাগদান করেছি তখনই তারা থামে।