১২ বছর নিখোঁজের পর পোষা কুকুর ফিরে এলো মালিকের কাছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমন ঘটনা ঘটেছে। কুকুরটির নাম জোয়ে। তাকে এক দুর্গম স্থানে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পরে একজন তাকে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, কুকুরটি বয়স্ক এবং অসুস্থ দেখা যাচ্ছে। কুকুরটির মাইক্রোচিপ পরীক্ষা করেন এক প্রাণী সেবা কর্মকর্তা।
তিনি জানতে পারেন এটি ২০১০ সাল থেকে নিখোঁজ রয়েছে। জোয়ের মালিক মিশেল বলেন, ‘আমি কখনও ভাবতেই পারিনি এটা ঘটতে পারে, সেকারণে আমি সত্যিই আবেগতাড়িত।’ একই মোবাইল নম্বর ব্যবহার ব্যবহার করছেন বলে মাইক্রোচিপ প্রতিষ্ঠান থেকে তার মালিকের খোঁজ পান।
কুকুরটির মালিক মিশেল বলেন, ‘২০ মিনিটের জন্য দোকানে গিয়েছিলাম, ফিরে এসে দেখতে পাই সে নিখোঁজ। আশা করছি তাকে ফিরিয়ে আনতে পারবো, সুস্থ করতে পারবো এবং এটিকে তার বাকি জীবন বাঁচাতে পারবো।’
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।