নেদারল্যান্ডসে ৮২ বছরের এক বৃদ্ধ তার ১০১ বছর বয়সী বাবার লাশ ফ্রিজে ভরে রেখেছেন ১৮ মাস। ওই ব্যক্তির দাবি, তিনি তার মৃত বাবার সঙ্গে যোগাযোগ অটুট রাখতে এবং কথা বলার জন্য এই কাজ করেছেন। খবর ইন্ডিপেন্ডেন্টের।
এ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অদ্ভুত কিছু পাওয়া যায়নি।
ওই ব্যক্তির প্রতিবেশীরা জানিয়েছে, মৃত ব্যক্তি টিউমারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। যার কারণে নিয়মিত হাসপাতালে যাতায়াত করতেন তিনি।
এর আগে ২০১৫ সালেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি তার মৃত মায়ের মৃতদেহ প্রায় দুই বছর ধরে লুকিয়ে রেখেছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।