৭৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ২০২৩ সালে মার্কিন অর্থনৈতিক উন্নয়ন অনেক জটিল হবে। মঙ্গলবার (৩ জানুয়ারি) মার্কিন গ্যালাপ কোম্পানির জরিপ থেকে এই তথ্য জানা গেছে।
৮০ শতাংশ মানুষ কর বৃদ্ধি, ৬৫ শতাংশ মানুষ দ্রুত মুদ্রাস্ফীতি এবং ৫০ শতাংশ লোক বেকারত্বের আশঙ্কা করছেন।
বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৩ সালে অনেক মার্কিন নাগরিক দেশের অর্থনৈতিক অবস্থা নেতিবাচক ও সন্দেহজনক হবে বলে মনে করেন।
কিছু অর্থনীতিবিদ মনে করেন, সুদের হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি হ্রাস পাবে এবং ২০২৩ সালে মার্কিন অর্থনীতিতে মন্দা দেখা দেবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।