সৌদি আরবের জাজানে বাদশাহ আব্দুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আজ শনিবার এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
আহত তিন বাংলাদেশি বিমানবন্দরে কর্মরত ছিলেন। আহতদের ৬ জন সৌদি নাগরিক এবং একজন সুদানি নাগরিক। আরব নিউজ জানিয়েছে, ড্রোন হামলার নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব সংসদ।
এতে আকাশে প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে তারা। সৌদি আরবের জাজান শহরটি ইয়েমেনের সীমান্তবর্তী। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী প্রায় সময় সৌদির সীমান্তবর্তী শহরে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত বুধবারও সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা হয়। এসব ঘটনার জন্য সৌদি সরকার হুতিদেরই দায়ী করে আসছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।