বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া জহুর বারু শাখার পক্ষ থেকে রবিবার বিকালে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ বিভিন্ন স্থানে প্রবাসীদের দশ দফা দাবি আদায়ের লিফলেট বিতরণ করেন জহুর বারু বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুজিব ও সভাপতি রায়হান সহ আরো অনেকেই।
এসময় প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল মোবিন সরকারের প্রতি প্রবাসীদের যৌক্তিক দশ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক ১০ দফা দাবি সমুহ।
১/ প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশী নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে।
২/ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই।
৩/ বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ চাই।
৪/ প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব ও পেনশন সুবিধা চাই।
৫/ দালাল মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।
৬/ প্রবাসী সুরক্ষা আইন প্রনয়ন ও বাস্তবায়ন চাই।
৭/ জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্ব চাই।
৮/ বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই।
৯/ বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।
১০/ অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋন চাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।