অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের কিং দ্বীপে অন্তত ২৩০টি তিমি আটকা পড়েছে। এক প্রতিবেদনে এই খবরটি নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আটকে পড়া তিমি সমুদ্রপাড়ে দেখতে পান স্থানীয়রা। দ্বীপে এভাবে তিমি আটকে পড়াকে অস্বাভাবিক বলছেন পরিবেশবিদরা। এক বিবৃতিতে তাসমানিয়ার ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, সৈকতে তিমিগুলো আটকে পড়লেও এখনো বেঁচে আছে।
তাদের সুস্থ রাখতে এবং গভীর সমুদ্রে ফিরিয়ে দিতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে প্রায়ই আটকা পড়ে তিমি এবং ডলফিন। চলতি সপ্তাহের শুরুতে কিং আইল্যান্ড অঞ্চলের পাথুরে উপকূলে আটকা পড়ে মারা যায় ১৪টি স্পার্ম তিমি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।