চীনের জিয়াংজি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে আততায়ীর ছুরি হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ। এজেন্সি ফ্রান্স প্রেসের বরাত দিয়ে বুধবার (৩ আগস্ট) এ খবর প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি।
এ ঘটনায় হতাহতের বয়স প্রকাশ করা হয়নি। অভিযুক্তকে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবুতে দেয়া এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, হামলা চালানোর সময় অভিযুক্তের মাথায় টুপি ও মুখে মাস্ক ছিল।
আনফু কাউন্টিতে একটি বেসরকারি কিন্ডারগার্টেনে স্থানীয় সময় সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে। চীনে সম্প্রতি ছুরি হামলার ঘটনা বাড়ছে। গত এপ্রিলে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় দুইজন নিহত ও ১৬ জন আহত হন। গত মাসেও সাংহাইয়ের একটি হাসপাতালে ছুরিকাঘাতে চারজন আহত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।