তুরস্কের বন্দর থেকে ইউক্রেনের তিনটি শস্যবাহী জাহাজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। ৫৮ হাজার টন ভুট্টা নিয়ে জাহাজগুলো শুক্রবার ইউক্রেনের দুইটি বন্দর থেকে ছেড়ে আসে। গতকাল শনিবার (০৬ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুল উপকূলে ভিড়ে ইউক্রেন থেকে ছেড়ে আসা শস্যবাহী তিনটি জাহাজ।
পরে, তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের প্রতিনিধিরা জাহাজ দুটি পরিদর্শন করেন। তুর্কি কর্তৃপক্ষ জানায়, ৫৮ হাজার টন ভুট্টা নিয়ে জাহাজগুলো তুরস্কের দুইটি বন্দরে পৌঁছায়। একটি জাহাজ ৩৩ হাজার টন ভুট্টা নিয়ে শনিবারই আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে। অন্য জাহাজটি ১৩ হাজার টন ভুট্টা নিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে। আর তৃতীয় শস্যবাহী জাহাজটি তুরস্কের জন্য ১২ হাজার টন ভুট্টা এনেছে।
এদিকে বেশ কয়েকটি শস্যবাহী জাহাজ ইউক্রেনের তিনটি বন্দরে অবস্থান করছে। তুরস্কের মধ্যস্থতায় রুশ-ইউক্রেনের মধ্যে চুক্তি অনুসারে নিরাপদ সামুদ্রিক পথ দিয়ে এগুলো নিজ নিজ গন্তব্য চলে যাবে। এর আগে সোমবার (০১ আগস্ট) প্রথমবারের মতো ২৬ হাজার টন ভুট্টা নিয়ে ইউক্রেনের ওদেসা বন্দর থেকে লেবাননের উদ্দেশে রওনা দেয় একটি জাহাজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।