সিরিয়ার উপকূলীয় এলাকা ও মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের বিমানবাহিনী। এই হামলায় কমপক্ষে ৪ জন সিরীয় সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সানা।
এতে বলা হয়, ‘শনিবার ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চল ও মধ্যাঞ্চলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করেছে ইসরাইলি বিমানবাহিনী। এতে সিরিয়ার ৪ সেনাসদস্য নিহত হয়েছেন।
প্রথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বানিয়াস এলাকা থেকে এই হামলা পরিচালিত করা হয়েছে।’ এদিকে সিরীয় সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।