সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ বিমানের মাধ্যমে ওই এলাকার একাধিক লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়।
সামরিক সূত্রের বরাত দিয়ে আজ বুধবার ভোরে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সর্বশেষ এই হামলায় বেশ কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে জানানো হয়েছে। এদিকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের কর্মকর্তারা।
এর আগে গত শনিবার সিরীয় রাজধানী উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইহুদি এই দেশটি। তবে সেসময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই হামলা ঠেকিয়ে দেয় বলে জানিয়েছে আলজাজিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।