৩৯ জন পুলিশ নিয়ে কাশ্মীরের নদীতে বাস, নিহত ৬
ভারতের জম্মু ও কাশ্মীরে ৩৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বহনকারী একটি বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কতৃপক্ষ।
মঙ্গলবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জাগরণ ও এনডিটিভি। জানা গেছে, অমরনাথ যাত্রার ডিউটি (দায়িত্ব) পালন শেষে পুলিশের ৩৯ সদস্য ফিরছিলেন।
পথিমধ্যে ব্রেক ফেইল হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে। এতে পুলিশের ৬ সদস্য নিহত হন এবং বাকিরা আহত হন। খবর অনুসারে, বাসের ৩৭ জন পুলিশ ছিলেন ইন্দো-তিব্বত সীমান্তের এবং ২ জন জম্মু ও কাশ্মীরের। বাসটি চন্দনবাড়ি থেকে পাহালগামে যাচ্ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।