পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা সদর দফতরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে পাকিস্তানের অন্তত ৬ সেনা নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২২ জন।

বুধবার (৩০ মার্চ) দেশটির এক সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর জানিয়েছে এনডিটিভি। এ বিষয়ে জেলা পুলিশ অফিসার ওয়াকার আহমেদ খান বলেন, সন্ত্রাসীরা দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলায় এফসি লাইনে হামলা চালায়। গোলাগুলির সময় তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাঙ্ক জেলার দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান চলছে।