কুয়েত এয়ারপোর্টে নিজস্ব গাড়ি ব্যবহার করে অবৈধভাবে যাত্রী সেবা দেয়ার অভিযোগে বাংলাদেশিসহ ৬০ প্রবাসীকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
আরো পড়ুন: শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রলীগের আনন্দ র্যালি
ডোমারে দূর্গা পূজা উপলক্ষে আনসার ওভিডিপির যাচাই-বাছাই সম্পূর্ণ
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, বাংলাদেশ,ভারত ও মিসরীয় নাগরিক। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসব চালকের লাইসেন্স নেই, প্রতারণা ও চাঁদাবাজি হয়রানির অভিযোগও আসে।
এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় কুয়েত বিমানবন্দরে স্থানীয় প্রশাসন। এতে যাত্রী পরিবহণের সময় ৬০ প্রবাসী চালক ধরা পড়েন। আইন অনুযায়ী, বিমানবন্দরে যাতায়াতে মালিকপক্ষের গাড়ী ব্যতিত ব্যক্তিগত যানবাহনে যাত্রী পরিবহণ করা নিষিদ্ধ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।