![চা বাগানে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের শাবক](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/dkk337.jpg)
চা বাগানে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের শাবক
চা বাগানে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের শাবক
বাগানে চা পাতা তুলতে গিয়ে চোখ কপালে শ্রমিকদের। চা বাগানের নালায় ঘুরে বেড়াচ্ছে তিনটি চিতাবাঘের শাবক! ঘটনাটি ভারতের জলপাইগুড়ির ডুয়ার্সের গ্যান্দ্রাপাড়া চা-বাগানের। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
আরোও পড়ুন: ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টাইগারদের অনুশীলন
এক বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি
সবাইকে চকমে দিলেন রণবীর-আলিয়া
বানারহাট ব্লকের গ্যান্দ্রাপাড়া চা বাগানের নর্থ ডিভিশনের একটি নালায় শাবকগুলিকে দেখতে পান কর্মরত শ্রমিকেরা। তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি বন্যপ্রাণি দফতরের কর্মীরা।
বন কর্মীরা জানান, শাবকগুলিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, চা বাগান এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে। এ কারণে শ্রমিকদের আপাতত সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।